ওসি কবির হোসেনের নেতৃত্বে চলছে মাদক অভিযান
কেএমপি’র খানজাহান আলী থানায় পৃথক অভিযানে মাদক উদ্ধার সহ আটক ২

কেএমপি’র খানজাহান থানার ওসি কবির হোসেনের নির্দেশনা মোতাবেক মাদক ও অবৈধ মালামাল উদ্ধারের জন্য নিয়মিত পথের বাজার পুলিশ ক্যাম্প ও আটরা পুলিশ ফাঁড়ির যানবাহন তল্লাশী আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২০ এপ্রিল পথের বাজার পুলিশ চেক পোস্টের সামনে থেকে এস আই বিপ্লব কান্তি দাস ও সঙ্গীয় অফিসার এবং ফোর্স মেহেদী হাসান (২৯)কে ২৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে। ওই একই দিনে রাতে আটরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অয়ন তীর্থ পাইক ও অন্যান্য পুলিশ সদস্যরা আফিলগেট চেকপোস্ট এর সামনে থেকে হুমায়ুন মল্লিক (৩২) কে ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। ধৃত দুই আসামীর বিরুদ্ধে আলাদা আলাদা মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়।
সূত্রমতে, খানজাহান আলী থানার ওসি কবির হোসেন এর যোগদানের পর থেকে থানা এলাকায় মাদক সন্ত্রাস সহ নানা অপরাধ প্রবণতা কমতে থাকে।