চট্টগ্রামে গাড়ি তল্লাশি করে এক কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম প্রতিনিধি : | প্রকাশিত: ১৮ ঘণ্টা আগে |   

চট্টগ্রাম নগরে গাড়ি তল্লাশি করে এক কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, মোবাইল ফোন, সিগারেটসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড়ে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ গাড়ি তল্লাশি করে এসব স্বর্ণালংকার উদ্ধার করে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পতেঙ্গা থানার এসআই মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে– এক কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ এবং ১৩ কার্টন বিদেশি সিগারেট। গ্রেপ্তারকৃতরা হলো- তৌফিকুর রহমান সোহাগ (৩৭), আকিদুল আলম শান্ত (২২), হাসান মুরাদ (২৪), নাইমুল হক (২০) ও মনির আহমেদ (৪৮)। পতেঙ্গা থানার ওসিশফিকুল ইসলাম বলেন, চেকপোস্টে গাড়ি তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপ ও সিগারেট জব্দ করা হয়। যার বাজার মূল্য এক কোটি ৬০ লাখ টাকা। এ ঘটনায় প্রথমে চার জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মনির আহমেদকে এয়ারপোর্টের সামনে ১৫নং ঘাট এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য লিখুন :