ফুলতলার ইউপি সদস্য ফারুখ মোল্যার দাফন সম্পন্ন
এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয় নি ঃ ওসি ফুলতলা
-67de70a1f40a4.jpg)
খুলনার ফুলতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মোল্যার দাফন সম্পূর্ন হয়েছে তাঁর পারিবারিক কবর স্থানে বড় ভাই জলিল মোল্যার কবরের পাশে।
দুপুরেই জানাজা শেষে চির শায়িত হলেন এই ইউপি সদস্য। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ফুলতলা থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে জানান ওসি মোঃ জেল্লাল হোসেন।
তথ্যমতে, গতকাল দুপুরে বেজেরডাঙ্গা এলাকায় কে বা কারা ফারুক মোল্যার উপর হামলা করে। ঘটনাস্থলে প্রায় আধা ঘন্টা যাবৎ ফারুখ মোল্যার নিথর দেহ পড়েছিল । পরবর্তীতে ফুলতলা থানা পুলিশ ফারুখকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবন্নতি দেখা দিলে সাথে সাথে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকার উদ্যেশে পাঠানো হয়। তবে গোপালগঞ্জ পর্যন্ত ফারুখ মোল্যাকে নেওয়ার পথে এ্যামবুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফারুখ মোল্যার উত্থান
ফারুক তৎকালীণ আওয়ামীলীগ সরকারের কাছে অস্ত্র আত্মসর্মাপন করেন। পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরলেও তবে অধরা ছিল। আবারও নিষিদ্ধ ঘোষিত পার্টিতে যোগ দিয়ে শুরু করে ত্রাসের রাজত্ব। ফুলতলার হাফ রাস্তা , সিকিরহাট এলাকায় ফারুখের ইশারায় সব কিছুই চলতো। সাবেক এক ইউপি সদস্য সহ আওয়ামীলীগের এক নেতার সাথে চলতে থাকে এলাকাভিত্তিক বিরোধ। লিপু ,হোসেন মোল্যা , সরদার সালেহ আহমেদ হত্যা মামলা সহ আবারও ডজন খানেক মামলা ও জিডি হয় ফারুখের বিরুদ্ধে। জেল থেকে বের হয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগে যোগদান করেণ তিনি। আওয়ামীলীগে যোগ দিয়ে ভাগ্যের চাকা খুলতে শুরু হয়। জনপ্রতিনিধির বনে যান। আর শুরু হয় নতুন ব্যবসা। সে টি হলো বিচারের নামে অর্থ বাণিজ্য। ফারুখের ত্রাসের রাজত্বে যেন ফারুখ ওয়ান ম্যান আর্মি হিসেবে রুপ নেন। পুরো ফুলতলা ইউনিয়নের হর্তা কর্তা বনে যান এই ইউপি সদস্য। এর মধ্যে কয়েকবার জেল হাজত খাটলেও আবারও আইনের ফাঁকফোকড় দিয়ে বের হয়।
ফারুখ হত্যার নেপথ্যের কারণ কি ?
নির্ভরযোগ্য সূত্র জানায়, দলীয় কোন্দ্রল বা রাজনৈতিক কারণ থাকতে পারে। তবে একাধিক সূত্র মতে জানা যায়, ফারুকের সাথে দ্বন্দ জড়িয়ে পড়েন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, এ হামলার পিছনে ভাগবাটোয়ারা বা চাঁদাবাজির বিষয় থাকতে পারে। তবে কে বা কারা তাকে এই হামলা করেছে তা অধরা থেকে গেছে। তবে রহস্যের জট পুরো ফুলতলা উপজেলাতে নয়। বরং রহস্যের জট ঘুরপাক খাচ্ছে ফুলতলা ইউনিয়ন এলাকায়। বিস্তারিত থাকছে আগামীর অনুসন্ধানে।