বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা স্থায়ী বহিষ্কার

খুলনা অফিস : | প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫ |   

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগরের চার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের আহ্বায়ক আল শাহরিয়ার, সদস্যসচিব জহুরুল তানভীর এবং মুখপাত্র আয়মান আহাদ।
বহিষ্কৃত নেতারা হলেন— যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্যসচিব সৈয়েদ আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব রাকিব হাসান সুজন এবং সংগঠক সাফওয়ান ইফাজ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়, ভবিষ্যতে তাদের কোনো কর্মকাণ্ডের দায়ভার সংগঠন বহন করবে না।


মন্তব্য লিখুন :


আরও পড়ুন