নীলফামারীতে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

রেজাউল করিম রঞ্জু,নীলফামারী : | প্রকাশিত: ১২ মার্চ ২০২৫ | আপডেট: ১২ মার্চ ২০২৫ |   
রফিকুল ইসলাম (৫২)

নীলফামারীর ডিমলায় ১২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল বুধবার রফিকুল ইসলাম (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা মৃত মোজাম্মেল হকের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রফিকুল তার প্রতিবেশীর বাড়িতে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি বাঁধা দিলে ধস্তাধস্তিতে তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয় এবং সে শ্লীলতাহানির শিকার হয়। ওই সময় প্রতিবেশীরা টের পেলে রফিকুল দৌড়ে পালিয়ে যায়। গতকাল প্রতিবেশিরা রফিকুলকে আটক করে পুলিশে দেয়।। বর্তমানে শিশুটি ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন রয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশুটির পরিবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার দায়ের করেছেন। সহকারী পুলিশ সুপার নিয়াজ মোর্শেদ নিজেই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।


মন্তব্য লিখুন :