নীলফামারী ইটভাটা মালিক সমিতির বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

রেজাউল করিম রঞ্জু,নীলফামারী : | প্রকাশিত: ১১ মার্চ ২০২৫ | আপডেট: ১১ মার্চ ২০২৫ |   

ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা, জরিমানা, ভাংচুর ও নীলফামারীর ৪৪টি ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  ও স্মারকলিপি প্রদান করেছেন নীলফামারী ইটভাটা মালিক সমিতি। গতকাল মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে অতিরিক্তি জেলা প্রশাসক আল মামুনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ইটভাটা  মালিক সমিতির নেতৃবৃন্দ । এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের  সামনে  সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফজলার রহমান ও সাধারণ সম্পাদক হারুন উর রশীদ।

উল্লেখ্য  সম্প্রতি সরকারি বিধি ও পরিবেশ অধিদপ্তরের আইন মোতাবেক  ইট ভাটা পরিচালনা না করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জেলার ৪৪টি ইটভাটা বন্ধ করে দেন। 


মন্তব্য লিখুন :