পাবনায় আওয়ামীলীগের গোপন মিটিং থেকে
ছয় ককটেল, পাচ পেট্রোল বোমা উদ্ধার

পাবনায় আওয়ামী লীগের গোপন মিটিং স্থান থেকে ৬টা ককটেল ও ৫ টা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। আওয়ামী সন্ত্রসীদের বোমার আঘাতে নিকবার সরদার নামে এক পধচারী আহত হয়েছেন। আঘাত নিকবার আফড়া গ্রামের হাচেন সরদারের ছেলে।
রোববার (৯ মার্চ) রাত ১০ টার দিকে সাঁথিয়া পৌর এলাকার শশদিয়া প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯ টার দিকে নিকবার নামের এক বিএনপি কর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। শশদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাওয়া মাত্র তিনি গুলি এবং বোমার শব্দ শুনতে পান। এসময় আ.লীগের শতাধিক নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। তারা দেশবিরোধী নানা শ্লোগান দিতে থাকে। বিএনপি কর্মী নিকবার স্কুলের সামনে গেলে তাকে লক্ষ করে ককটেল ছুড়েমারে আওয়ামী সন্ত্রসীরা। পরে স্থানীয় লোকজন তাকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। পরে আত্মীয়স্বজনর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।
এলাকাবাসী জানান, এতো অপকর্ম করার পরও সাঁথিয়ায় এখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘোরাফেরা করে। শশদিয়া প্রাথমিক বিদ্যালয়টি ফাঁকা জায়গায় হওয়ায় তারা এই স্থানটি বেছে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ৬টা ককটেল ও ৫ টা পেট্রোল বোমা উদ্ধার হয়েছে। একজন পথচারী আহত হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।