ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে

পাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিক্ষোভ

কাজী বাবলা, পাবনা | প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫ |   

সারাদেশে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) সকাল এগারোটায় সাধারণ শিক্ষার্থীরা পাবিপ্রবির স্বাধীনতা চত্বর  থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবিতে ‘তুমি কে? আমি কে? আছিয়া আছিয়া’, ‘আমার বোন ধর্ষিত কেন জবাব চাই’,‘ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই', ‘ধর্ষকদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন শ্লোগান দেন।
পরে স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরসালিন ইসলাম বলেন, এখন ধর্ষণ আমাদের সমাজে এমন আকার ধারণ করেছে যে অন্যায় আমরা  কোনোভাবেই সহ্য করব না। এ ধরনের অন্যায়ের অস্তিত্ব থাকার জন্য আমাদের শহীদরা জীবন দেননি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশে আইন আছে, বিচার বিভাগ আছে, কিন্তু ধর্ষকের কোনো বিচার নেই, আইনের কোনো প্রয়োগ নেই। আমরা চাই, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এ দেশে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।  ধর্ষকদের ঠিকানা এই বাংলায় চাই না। ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এবং আন্দোলন চালিয়ে যাব।’
এছাড়াও বক্তব্য রাখেন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম, সমাজকর্ম বিভাগের খাদিজা খাতুন প্রমুখ।



মন্তব্য লিখুন :