খুলনা বিশ্ববিদ্যালয়ে গণইফতার: মিলনমেলায় পরিণত কেন্দ্রীয় খেলার মাঠ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আয়োজিত গণইফতারে হাজারো মুসল্লির উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থী ও সাধারণ রোজাদাররা একে একে জমায়েত হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের ঢল নামে। আয়োজনে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। খুবি শিক্ষার্থী সাইফুল্লাহ খালিদের সুমধুর কণ্ঠে ইসলামিক গান উপস্থিত রোজাদারদের মুগ্ধ করে।
ইফতারের পূর্বে দোয়া-মোনাজাত পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস। মাগরিবের আজান হলে হাজারো মুসল্লি একসঙ্গে ইফতার করেন।
ইফতারে অংশ নেওয়া মুসল্লিরা জানান, একসঙ্গে এত মানুষের ইফতার করা অত্যন্ত আনন্দের। এটি যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে।
খুবির শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগেই এই গণইফতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি এটিকে উৎসবের রূপ দিয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় আড়াই হাজার রোজাদার একসঙ্গে এই ইফতারে অংশগ্রহণ করেছেন।