জাতীয় পাট দিবস উদ্যাপন উপলক্ষে

দিনাজপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : | প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫ |   

পাট অধিদপ্তর ও দিনাজপুর জেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাট অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন।
“সোনালী আঁশের সোনার দেশ- পাট শিল্পের বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুক্ত আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আনিছুজ্জামান, দিনাজপুর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট এর চীফ ইন্সট্রাক্টর মোঃ শাহরিয়ার রায়হান, দিনাজপুর পরিবেশ রক্ষার শপথ (পরশ) এর পরিচালক মোঃ আহসান হাবিব প্রধান, জুট ওয়ার্ল্ডের সভাপতি শিউলি আক্তার, শিক্ষার্থী তামিম হোসেন প্রমুখ। এসময় উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিনিধি, সংবাদকর্মী, উদ্যোক্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মন্তব্য লিখুন :