জাতীয় গণমাধ্যম কমিশন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) ঢাকা উত্তরায় সংগঠনের কেন্দ্রীয় অফিস মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন মোঃ আল রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক
আলোচনায় বক্তারা সংগঠন ও সাংবাদিকদের দায়িত্বশীলতা, পেশাগত নৈতিকতা ও সমাজ গঠনে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা সকলকে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে সংগঠনের সিনিয়র সহ সভাপতি টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বিশ্ব জাহান, দেশ ও জাতির কল্যাণ, সারা বাংলাদেশে পেশাগত দ্বায়িত্ব পালনে আহত সাংবাদিকদের সুস্থতা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন