বৃথা গেল সোহানের সেঞ্চুরি
নুরুল হাসান সোহানের সেঞ্চুরির পরেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২৩ রানে হেরেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ম্যাচে আগে ব্যাট করে ধানমন্ডিকে ২১৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় মোহামেডান। জবাবে সেঞ্চুরি হাঁকিয়ে ৯৩ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি সোহান। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় ধানমন্ডি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান করে মোহামেডান। ফিফটি হাঁকিয়েছেন তাওহিদ হৃদয়। ৪৭ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ৭৭ বলে ৪৪ রান করে মাহিদুল ইসলাম অঙ্কন। মেহেদী হাসান মিরাজ ২৪ বলে করেন ২৬ রান। ধানমন্ডির হয়ে ৩ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি, ২ উইকেট তোলেন হাসান মুরাদ। জবাব দিতে নেমে হাবিবুর রহমানের ব্যাটে চড়ে ভালো শুরু পায় ধানমন্ডি। ১৬ বলে ৩১ রান করে বিদায় নেন হাবিবুর। মাঝে টপাটপ কিছু উইকেট হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এক প্রান্ত দাঁড়িয়ে যান নুরুল হাসান সোহান। আগ্রাসী ব্যাটিংয়ে চালিয়ে গেছেন লড়াই। অপর প্রান্তে কেউ সেভাবে সুবিধা করতে পারছিলেন না। ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন সোহান। দলের জয়ের শেষ ভরসাও ছিলেন তিনিই। সেঞ্চুরিটাও ছুঁয়ে ফেলেন শেষমেশ, তবে দলকে জেতাতে পারেননি। ৯৩ বলে ১০০ রানের ইনিংস খেলে দলের ১৯৩ রানের মাথাতে আউট হন সোহান। ২৩ রানে ম্যাচ জিতে নেয় মোহামেডান। মোহামেডানের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২টি করে উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদ।