ব্র‍্যাক ব‍্যাংক মহিলা হকি আজ থেকে শুরু

ক্রীড়া প্রতিবেদক : | প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ |   

১১ দলের অংশগ্রহনে ব্র‍্যাক ব‍্যাংক মহিলা ডেভলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতা ২০২৫ আজ থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়াম ও বিমান বাহিনী হকি মাঠে। ১১ মার্চ শুরু হয়ে ২২ মার্চ ফাইনাল ম‍্যাচের মধ‍্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতা।  গতকাল সোমবার এই আয়োজনকে ঘিরে হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট বিষয়ক বিস্তারিত জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফ কর্নেল রিয়াজুল হাসান (অব:), পৃষ্ঠপোষক ব্র‍্যাক ব‍্যাংক এর হেড অব কমিউনেকেশন ইকরাম কবীর ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোঃ বদরুল ইসলাম দিপু। 

এর আগে ২০১৬, ১৮ ও ২০২২ সালে সর্বশেষ মহিলা হকি অনুষ্ঠিত হয়েছিলো। এবার চতুর্থ আসর। আয়োজকরা জানান, এবারই প্রথমবারের মতো এ আসরের মধ‍্যদিন মহিলা আম্পায়াররা বাশিঁ বাজাবেন। বাংলাদেশ হকি ফেডারেশনের এ আসর থেকে লক্ষ‍্য সেরা ৭|৮ জন মানসম্পন‍্য খেলোয়াড় বেছে নেয়া। যাতে তারা আগামীতে জাতীয় দলে নিজেদের স্থান পাকা পোক্ত করতে পারে। 

এবার প্রতি দলে ১৬ জন করে খেলোয়াড় থাকবে।  অংশগ্রহনকারী দলগুলো হলো-- (ক গ্রুপে) দিনাজপুর, যশোহর, চট্টগ্রাম, পটুয়াখালী ও রাজশাহী।

খ গ্রুপে আছে - বিকেএসপি, ঝিনাইদাহ, ঠাকুরগাঁও, রংপুর, কুমিল্লা ও কিশোরগঞ্জ।  ১১ মার্চ দুপুর ১২ টায় উদ্বোধনী খেলায় অংশ নেবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কুমিল্লা জেলা ও ঝিনাইদহ জেলা


মন্তব্য লিখুন :