উত্তেজনার কারণে বামপন্থিদের গণমিছিল স্থগিত, অনুপস্থিত লাকী আক্তার

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫ |   
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণের বিচারসহ সাত দফা দাবিতে বামপন্থি কয়েকটি সংগঠনের আয়োজিত গণমিছিল স্থগিত করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এক বিক্ষোভ সমাবেশ করে। তবে, ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠনের প্রতিবাদী কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় তারা গণমিছিল স্থগিত করেন। সমাবেশে গণজাগরণ মঞ্চের নেত্রী লাকী আক্তারকে দেখা যায়নি।

এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাকী আক্তার কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। এই আহ্বানের পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। পরিকল্পনা অনুযায়ী গণমিছিলটি শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত হওয়ার কথা ছিল।

সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, “আমাদের সমাবেশ ঘিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে বারবার ফোন করে কর্মসূচি সংক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে। তবে, আমরা স্পষ্ট বলতে চাই, হামলা-মামলার ভয় দেখিয়ে আমাদের দাবিকে দমিয়ে রাখা যাবে না।”

বামপন্থি সংগঠনগুলো দাবি জানায়, নির্যাতিতদের ন্যায়বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।



মন্তব্য লিখুন :