পল্টনে ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বক্তব্য দেন। তিনি জানান, গত বুধবার রাত ১০টার পর বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির এক নেতার অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। তবে এই ঘটনার সঙ্গে ছাত্রদলের নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিভ্রান্তিকর। এ প্রসঙ্গে সঠিক তথ্য উপস্থাপন করতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।