নারীর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে: এনসিপির সমাবেশে বক্তারা

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নারীর প্রতি সহিংসতা বাড়িয়ে তুলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, নারীদের শকুনদের দৃষ্টি থেকে রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে বক্তারা নারীর নিরাপত্তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার অনুষ্ঠিত সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, শনিবার অনুষ্ঠিত সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "জাতি হিসেবে আমরা একটি বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আজ নারী দিবস, অথচ আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। অভ্যুত্থানের সময় নারীরা মিছিলের সামনের সারিতে থাকতেন, যা আমাদের অনুপ্রেরণা জোগাতো। অথচ আজ সেই নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঢামেকের আইসিউতে মাগুরার ছোট্ট শিশুটি মৃত্যুর সঙ্গে লড়ছে, যা আমাদের জন্য লজ্জাজনক।"
সারজিস আরও বলেন, 'আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট বলে দিতে চাই- রাষ্ট্র এক জিনিস আর ধর্ম আরেক জিনিস। রাষ্ট্রকে সকল ধর্ম, সকল চিন্তাধারাকে ধারণ করতে হয়। এখানে নির্দিষ্ট ধর্মের মানুষ তার বিশ্বাস-রীতিনীতি চাইলেই অন্য ধর্মের মানুষ বা যিনি কোনো ধর্মে বিশ্বাসী নয় তাকে চাপিয়ে দিতে পারে না। আমাদের বুঝতে হবে কোন কথাটি কোথায় বলতে পারব? কোন পরিসরে চাপিয়ে দিতে পারব।'
জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, 'মাগুরায় আট বছরের একটি শিশুকে যখন ধর্ষণের শিকার হতে দেখি এবং সেটার বিচার পাওয়ার জন্য আমাদের এখনও রাস্তায় খেদিয়ে মরতে হয়। সেটাই বলে দেয় যে ফ্যাসিস্ট কাঠামো এখনও বিলোপ হয়নি।'
তিনি বলেন, 'অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পাঁয়তারা চলছে। রাষ্ট্রীয় কাঠামো যেন আর প্রতারণামূলক আচরণ করতে না পারে।'
শহীদ অপুর স্ত্রী আমেনা বেগম বলেন, ‘আমার স্বামী মারা যাওয়ার পর সবাই অবহেলা করে, কেন? এর কোনো উত্তর কেউ দিতে পারবেন না। একটা গুলিতে আমার স্বামী শেষ। দুঃখের কথা বলে শেষ করতে পারব না। আমি পায়ের সমস্যার জন্য কাজ করতে পারি না। নারী দিবসে একটা কথা বলি- আপনারা আমাদের সম্মান দিয়েন, আমাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়েন।’
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীনের সঞ্চালনায় যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক শ্যামলী সুলতানা জেদনী, মোহাম্মদপুর বেড়িবাধ বস্তির প্রতিনিধি ময়না, ওয়েস্টিন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী তাসমিয়া রহমান প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।