বিএনপির ইফতার মাহফিল স্থগিত

রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মান জানিয়ে বিএনপির পূর্ব নির্ধারিত রোববারের (৯ মার্চ) ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের পরিকল্পনা ছিল, তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে।