জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল
বাংলাদেশের সর্ববৃহৎ ভাষা শিক্ষকদের সংগঠন LIAB-এর ইফতার মাহফিল

গতকাল ১৯ মার্চ ধানমণ্ডির অভিজাত একটি রেস্তোরাঁ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের সর্ববৃহৎ ভাষা শিক্ষকদের সংগঠন Language Instructors Association of Bangladesh (LIAB)-এর ইফতার মাহফিল ও ৭ম গেট টুগেদার। বাংলাদেশের ইংরেজি ভাষা শিক্ষকদের জন্য একটি মিলনমেলা হয়ে উঠেছিল এই আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০-এর অধিক ইংরেজি ভাষা শিক্ষক এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন LIAB প্রেসিডেন্ট সাইফুল ইসলাম (CEO, English Therapy) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ এডভাইজর মোঃ আলামগির কবির (CEO, MAK English) ও হেড অফ ট্রেনিং মোঃ সাখাওয়াত হোসেন (CEO, TalentHut)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ইংরেজি ভাষা প্রশিক্ষকগণ, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— শোভন স্যার (Learning Zone), আকিক স্যার (Learning Zone), রাজন স্যার (Winners Academy), রাসেল স্যার (Mr. English), লিয়াকত স্যার (Liakat’s English), সাব্বির স্যার (English A2Z), সোহাগ স্যার (Basic English Care) এবং মারুফ স্যার (GrammarFun) সহ বাংলাদেশের আরও স্বনামধন্য শিক্ষক যারা পেছন থেকে এই সংগঠনকে কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আয়োজনের উদ্দেশ্য ও গুরুত্ব :
LIAB-এর এই ইফতার মাহফিল শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ কিংবা নেটওয়ার্কিং-এর জন্যই ছিল না, বরং এটি ছিল ভাষা শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বাংলাদেশের ভাষা শিক্ষার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উন্নতির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের আলোচনায় উঠে আসে :
✅ শিক্ষকদের পেশাগত উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা।
✅ শিক্ষার্থীদের ভাষা শেখার জন্য নতুন ও কার্যকরী কৌশল উদ্ভাবনের পরিকল্পনা।
✅ দেশের বিভিন্ন স্থানে মানসম্মত ভাষা শিক্ষার প্রসার ঘটানো।
প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, "LIAB শিক্ষকদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জ্ঞান, অভিজ্ঞতা এবং চিন্তার আদান-প্রদান ঘটে। আমরা চাই, বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী দক্ষ ইংরেজি শিক্ষকের কাছ থেকে শিখতে পারে।"
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে ইফতার করা। শিক্ষকরা একত্রিত হয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান। ইফতারের পর এক প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে ভবিষ্যতে LIAB-এর কর্মকাণ্ড কীভাবে আরও বিস্তৃত করা যায় তা নিয়ে আলোচনা হয়। হেড অফ ট্রেনিং মোঃ সাখাওয়াত হোসেন বলেন, "বাংলাদেশে ভাষা শিক্ষার উন্নয়ন সম্ভব কেবলমাত্র তখনই, যখন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকরা একসঙ্গে কাজ করবেন এবং ট্রেনিং নিয়ে নিজেকে আরও উন্নত করবেন। LIAB সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।"