ম্যারাডোনার চিকিৎসা অবহেলার মামলা: বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত আটজন পেশাদার চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে মামলার বিচারিক কার্যক্রম স্থগিত হওয়ার পর, এবার চলতি বছরের মার্চে তা পুনরায় শুরু হবে।
ম্যারাডোনার মৃত্যুর চার বছর পর অবশেষে আলোচিত এই মামলার বিচার শুরু হতে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপি জানায়, আগামী মঙ্গলবার থেকে বুয়েনস আইরেসের সান ইসিদ্রো এলাকায় চার মাসব্যাপী বিচার কার্যক্রম শুরু হবে। এতে ম্যারাডোনার পরিবার এবং চিকিৎসকদেরসহ ১০০ জনেরও বেশি সাক্ষী সাক্ষ্য দেবেন। মামলায় অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাঁদের ৮ থেকে ২৫ বছরের কারাবাস হতে পারে।