নোবেল শান্তি পুরস্কার ২০২৫: আলোচনার শীর্ষে ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের জন্য ২০২৫ সালের সম্ভাব্য মনোনীতদের তালিকায় এবারও রয়েছে আলোচিত নাম মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নোবেল কমিটির নিয়ম অনুযায়ী মনোনীতদের নাম সাধারণত গোপন রাখা হয়, তবে মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা ও ইউক্রেনীয় সংসদ সদস্য ওলেকজান্ডার মেরেঝকো তাদের মনোনীত ব্যক্তির নাম প্রকাশ করেছেন। ট্রাম্পের মনোনয়ন পাওয়ার মূল কারণ হিসেবে তার মধ্যপ্রাচ্যে নেওয়া নীতিগুলোকে উল্লেখ করা হচ্ছে, বিশেষ করে ইসরায়েল-আরব শান্তিচুক্তিতে তার ভূমিকা। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা রয়েছে। যদিও নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে আন্তর্জাতিক রাজনীতি ও মিডিয়ায় ট্রাম্পের মনোনয়ন নিয়ে আলোচনা তুঙ্গে। সমর্থকরা মনে করেন, তার প্রশাসনের বিভিন্ন উদ্যোগ শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ছিল, অন্যদিকে সমালোচকরা বলছেন, তার নেতৃত্বে বিশ্বে বিভেদ আরও বেড়েছে। গত বছর পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিডানকিও শান্তি পুরস্কার পেয়েছিল, এবার কার হাতে উঠবে এ সম্মানজনক পুরস্কার, তা জানতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত।
ঢাকারিপোর্ট/আরএমএস-২৫/ঢাকা/ডেস্ক