গাজায় খাদ্য সংকট চরমে: সহায়তা বন্ধ, যুদ্ধবিরতিতে অনিশ্চয়তা বাড়ছে

ঢাকা রিপোর্ট ডেস্ক : | প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫ |   

টানা ছয় দিন ধরে ইসরায়েলের বাধায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে না পারায় চরম খাদ্য সংকটে পড়েছে গাজা। ক্ষুধার্ত শিশু ও বৃদ্ধরা সাহায্যকেন্দ্রগুলোতে ভিড় করলেও ত্রাণের অভাবে তাদের অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে। বিভিন্ন সংস্থা জানিয়েছে, গাজার জন্য বরাদ্দকৃত শত শত মিলিয়ন ডলারের সহায়তা তহবিল স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র, যা সংকটকে আরও তীব্র করেছে। এমন পরিস্থিতিতে হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে, তবে যুদ্ধ-পরবর্তী গাজার ব্যবস্থাপনা নিয়ে মিসর ও আরব নেতাদের প্রস্তাবকে ‘অপর্যাপ্ত’ বলে প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৮,৪৪০ ফিলিস্তিনি নিহত এবং ১,১১,৮৪৫ জন আহত হয়েছে, তবে গাজার সরকারি গণমাধ্যমের দাবি, নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের দূত অ্যাডাম বোহলার কাতারে হামাস নেতা খালিল আল-হাইয়ার সঙ্গে এক গোপন বৈঠকে বসেন, যেখানে ২১ বছর বয়সী আমেরিকান বন্দি ইডান আলেকজান্ডারের মুক্তি ও চার মার্কিন নাগরিকের মরদেহ ফেরত আনার বিষয়ে আলোচনা হয়, যা ইসরায়েলের তীব্র আপত্তির কারণ হয়েছে। এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরে ১৬টি ভবন ধ্বংস করেছে, যা আগে তুলকারেম ও জেনিন অঞ্চলেও ঘটেছে। জাতিসংঘ আশঙ্কা করছে, এই ধ্বংসযজ্ঞ পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোর অস্তিত্ব পরিবর্তনের একটি পরিকল্পনার অংশ হতে পারে। ক্রমবর্ধমান মানবিক সংকট ও যুদ্ধবিরতিতে অনিশ্চয়তার মধ্যে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।


মন্তব্য লিখুন :