হঠাৎ গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পারশা

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫ |   

রাজধানীতে ভয়াবহ এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন। বাসা থেকে স্টুডিওতে যাওয়ার পথে তার বহনকারী উবার গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি।

শনিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পারশা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্ট শেয়ার করেন।

পোস্টে পারশা লেখেন, “কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়ায় আমার গলা এখনো জ্বলছে। প্রথমে দরজা খুলতে পারছিলাম না, তখন ভীষণ ভয় পেয়েছিলাম। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। কীভাবে যে বেঁচে গেছি, বুঝতেই পারছি না।”

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পারশা জানান, “আমি বসুন্ধরায় থাকি। আজ বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিংয়ের জন্য স্টুডিওতে যাচ্ছিলাম। দুপুর ১টার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে গাড়িতে হঠাৎ আগুন লাগে। ধোঁয়ায় আমার চোখ ও গলা জ্বলতে থাকে। দরজা খুলতে না পারায় প্রচণ্ড ভয় পেয়ে যাই। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি, বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”

পারশা মাহজাবীন প্রথম আলোচনায় আসেন ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ইউকেলেলে বাজিয়ে ‘আমি ভুলে যাই’ গান গেয়ে। এরপর থেকে তিনি সংগীতশিল্পী ও অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন।

সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’-তে অভিনয় করেছেন পারশা। এছাড়া, ২০২১ সালে রাফাত মজুমদারের ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নাটকের জন্য ‘দুজন হেরে যাই’ শিরোনামের দ্বৈত গান গেয়ে প্রশংসিত হন। মাত্র তিন বছরের সংগীত ক্যারিয়ারে তিনি ‘কপি পেস্ট’, ‘পুতুলের সংসার’, ‘যে প্রেম এসেছিল’-সহ বেশ কয়েকটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন।

পারশার এই অভিজ্ঞতা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও, তারা তার নিরাপত্তার জন্য স্বস্তি প্রকাশ করেছেন।


মন্তব্য লিখুন :