রমজানে আত্মউন্নয়নের সঙ্গী হোক 'দ্য আর্ট অব পিস' ও 'দ্য সিক্রেট অব সাকসেস'

সম্প্রতি ইসলামী গবেষক ও লেখক রিয়াজুল হকের 'দ্য আর্ট অব পিস' এবং দ্য সিক্রেট অব সাকসেস' নামে দুটি বই প্রকাশিত হয়েছে। অন্বেষা প্রকাশন থেকে দ্য আর্ট অব পিস' বইটি প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক। অন্যদিকে পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে 'দ্য সিক্রেট অব সাকসেস' এবং প্রচ্ছদ করেছেন মৌমিতা রহমান।
বই দুটি প্রসঙ্গে লেখক রিয়াজুল হক বলেন, পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। এই সময় অন্য সময়ের একই ইবাদতের তুলনায় সওয়াব ৭০ গুন বেশি পাওয়া যায়। রমজান মাস গুনাহ মাফের সময়, নিজেকে সংশোধনের সময়, ইবাদতের সময়। আর এসব কিছুর জন্যই সবার আগে প্রয়োজন অন্তরের পিস বা শান্তি। সেটা আপনি জানতে পারবেন 'দ্য আর্ট অব পিস' বইটির মাধ্যমে কারণ বইটি লেখা হয়েছে পবিত্র কুরআনের আলোকে।
আর দুনিয়ায় শান্তি যদি আপনি পেয়ে যান, তবে দুনিয়া ও আখিরাতের সাকসেস এর জন্যেও দৌড়াতে পারবেন। দুনিয়া ছেড়ে দিয়ে নয়, আখিরাতের সাথে সাথে দুনিয়ায়ও সাকসেস অর্জন সম্ভব, যদি আমরা পবিত্র কুরআন ও হাদিসের দেখানো পথ যথাযথ মেনে চলতে পারি। এজন্যই পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লেখা হয়েছে 'দ্য সিক্রেট অব সাকসেস' বইটি।
'দ্য আর্ট অব পিস' বইটি রকমারি, ওয়াফিলাইফ, পিবিস সহ সরাসরি অন্বেষা প্রকাশনের ০১৯১১৩৯৪৯১৭ নম্বরে ফোন করেও সংগ্রহ করা যাবে। এছাড়া 'দ্য সিক্রেট অব সাকসেস' বইটি রকমারিতে পাওয়া যাচ্ছে।
ঢাকা/এস.আর.এম-২৫/ডেস্ক