আজ ফটোগ্রাফির লিজেন্ড ও সাংবাদিক চঞ্চল মাহমুদের শুভ জন্মদিন।

হাছিবুর রহমান শাওন | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ |   

চঞ্চল মাহমুদ, বাংলাদেশের মডেল ফটোগ্রাফির অগ্রপথিক হিসেবে যাকে সবাই চেনেন জানেন। কিন্তু এই পরিচয়ে আবদ্ধ হতে চান না তিনি। তাই নিজেকে একজন ভার্সেটাইল ফটোগ্রাফার হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাংলাদেশের অনেক তারকার তারকা হয়ে ওঠার পেছনে যে মানুষটির ভূমিকা অনন্য, তিনি চঞ্চল মাহমুদ।

সালমান শাহ, নোবেল, পল্লব, সুইটি, তানিয়া, শমী কায়সার, বিপাশা হায়াত, আফসানা মিমি, মৌসুমী, শাবনূর, পপির মতো আরও অনেক তারকা যার কাছে প্রথম ছবি তুলে নিজেকে তারকা হওয়ার পথে এগিয়ে নিয়ে যান তিনিই চঞ্চল মাহমুদ। বাংলাদেশের সংস্কৃৃতি অঙ্গনের অনেক কালজয়ী ঘটনার নীরব সাক্ষী হয়ে নীরবে-নিভৃতেই জীবন যাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। চঞ্চল মাহমুদের ভাষায় সময় বদলেছে, ফটোগ্রাফিতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে তিনিও নিজেকে ফটোগ্রাফিতে আধুনিক করে তুলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্র বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আর তাই বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস থেকে আজ অবধি সবসময় কালো পোশাক পরেন। আসছে ১৩ মার্চ গুণী এই ব্যক্তিত্বের জন্মদিন।

টিম ঢাকা রিপোর্ট এর পক্ষ থেকে চঞ্চল মাহমুদকে জন্মদিনের শুভেচ্ছা। 


এইচ_আর


মন্তব্য লিখুন :