গাজীপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ১৮ ঘণ্টা আগে | আপডেট: ১৮ ঘণ্টা আগে |   
গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়ায় ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর হবে। তার পরনে পেস্ট রঙের ফুল হাতা গেঞ্জি ও নেভি ব্লু রঙের ট্রাউজার ছিল। পুলিশ ও এলাকাবাসী জানায়, দেওপাড়া এলাকার ঘোড়াশাল রেলওয়ে ব্রিজের নিচে বালুর ওপর ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ট্রেন থেকে পড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার হয়। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার ডান পা ভেঙে গেছে এবং মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 



মন্তব্য লিখুন :