মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫ |   

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলো– ইমরান (৩০), তানভীর (২৭), শফিকুল ইসলাম (৩০), জনি খান (৩০), রাহাত (২২), রিপন (৩৫), গোলাপ (৪০), হাফিজুর রহমান (২৫), নুর ইসলাম (৫০) ও ইউসুফ (৪০)। গত মঙ্গলবার মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, গত মঙ্গলবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক মামলায় পাঁচ জন, অন্যান্য মামলায় দুই জন, দ্রুত বিচার আইনে একজন, দস্যুতার মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসি একেএম মেহেদী হাসান।



মন্তব্য লিখুন :