জামায়াত ইসলাম শাসক নয়, জনগনের সেবক হতে চায় ঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াত ইসলামী বাংলাদেশ জনগনের শাসক নয় বরং জনগনের সেবক হতে চায়। এছাড়া আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামকে একটিবারের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ জনগনকে দেওয়ার অনুরোধ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১৮ মার্চ) খুলনার ফুলতলায় সাংবাদিকদের সাথে ইফতার ও মতবিনিময় সভায় মিয়া গোলাম পরওয়ার এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওঃ সাইফুল হাসান খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিক নির্যাতন হয়েছে, সাংবাদিকরা স্বাধীন ভাবে লিখতে পারেনি। এখন সময় এসেছে সাদাকে সাদা এবং কালো কে কালো বলার। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আমির এমরান হুসাইন, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক মুন্সী মিজানুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক মুন্সি মইনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস ও গাওসুল আযম হাদী , সৈয়দ হাসান মাহমুদ টিটো, গাজী মোর্শেদ মামুন প্রমুখ, ।
মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর প্রদান করেন সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাপস কুমার বিশ্বাস, শামছুল আলম খোকন, অধ্যাপক নেছার উদ্দিন, শেখ মনিরুজ্জামান , সেকেন্দার আলী রাজু, সুমন সরদার, মাজাহারুল ইসলাম, সাইফুল্লাহ তারেক, মোঃ শফিউদ্দিন শফি, মামুন মোল্যা, গাজী মাকুল উদ্দিন, এফ এম মামুন, অনিমেষ মন্ডল, মিহির রঞ্জন বিশ্বাস, মুজিবর মোড়ল, তোফাজ্জেল, আল আমিন খান সহ আরো অনেকে।