ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে নিজামউদ্দীন মুন্সী ও খাইরুল ইসলাম
-67cee6d38573f.jpg)
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি: তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের (ডিএফপি) কর্মচারী কল্যাণ সমিতির ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে মো. নিজামউদ্দীন মুন্সী এবং সাধারণ সম্পাদক পদে খাইরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ১৮ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:সহ-সভাপতি: মো. খলিলুর রহমান ও মেজবাউল হকযুগ্ম সম্পাদক: নূর ফয়সাল ও মো. রিজন মিয়াসাংগঠনিক সম্পাদক: এস.এম. মাসুদকল্যাণ বিষয়ক সম্পাদক: মো. এনামুল হকপ্রচার সম্পাদক: চেই অংরী মারমানারী বিষয়ক সম্পাদক: মারিয়াম আক্তারদপ্তর সম্পাদক: হরিহর বর্মাক্রীড়া, সাংস্কৃতিক ও মিলনায়তন সম্পাদক: তানিয়া ইয়াসমিন সম্পা
সদস্য:১। মো. হাফিজুর রহমান২। মো. মফিজুর রহমান৩। মো. রাশেদুল ইসলাম৪। লিটন কুমার সিংহ৫। বাহার কাজী
গত ২৭ ফেব্রুয়ারি ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হৃদয় কুমার বর্মন এবং কমিশনার মোতাহার হোসেন ও জাবেদ আলীর পরিচালনায় বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ৮৬ জন ভোটার এতে অংশগ্রহণ করেন।
ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক খালেদা বেগম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর অধিদপ্তরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
নতুন নেতৃত্বের প্রতি সমিতির সকল সদস্য শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের দক্ষ পরিচালনায় সংগঠন আরও উন্নতি করবে বলে আশা প্রকাশ করেছেন।