ধর্ষকদের প্রকাশ্য শাস্তির দাবিতে ঢাবি ছাত্রীদের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্ষকদের প্রকাশ্য শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে রোকেয়া হলের শিক্ষার্থীরা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রোকেয়া হলের সামনে এসে শেষ হয়। দুই শতাধিক ছাত্রী এই মিছিলে অংশ নেন। তারা ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর ও অতীতের সকল ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিতের দাবি জানান। মিছিল থেকে তারা ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাঙ্গ দ্য রেপিস্ট’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে শিক্ষার্থীরা রোকেয়া হলের সামনে একত্রিত হন এবং মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর এক শিক্ষার্থী স্লোগান দিয়ে প্রশ্ন করেন, ‘আমরা কী ধর্ষকদের বাইরে দেখতে চাই?’ তখন উপস্থিত ছাত্রীরা একসঙ্গে ‘না’ বলে প্রতিবাদ জানান। ফারজানা আক্তার আরজু নামের এক শিক্ষার্থী বলেন, “মাগুরার ঘটনায় দুই পুরুষ ও এক নারী জড়িত। আমরা তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। ধর্ষণে সহযোগিতা করলেও একই শাস্তি হওয়া উচিত। আমরা শুধু গ্রেপ্তারের নাটক দেখতে চাই না, অপরাধ প্রমাণিত হলে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে।”
আরেক শিক্ষার্থী আদিবা সায়মা খান বলেন, “আমরা নিরাপদ জীবন চাই। আমাদের যদি বাইরে বের হওয়ার স্বাধীনতা না থাকে, তাহলে রাষ্ট্র আমাদের কী দিচ্ছে? সরকারের দায়িত্ব হলো আমাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে কেউ ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস না পায়।”
শিক্ষার্থীরা জানান, ধর্ষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রশাসন ও সরকারের প্রতি তারা ধর্ষণের শাস্তি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান।