এক মাসের বিশেষ অভিযানে দেশে গ্রেপ্তার ৩৩,১৪১ ব্যক্তি

ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে গত এক মাসে ৩৩ হাজার ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিতর্কিত ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন ১২ হাজার ৫০০ জন। তবে অভিযানটির নাম নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তা বাদ দেওয়া হয়েছে।
একই সময়ে অন্যান্য মামলার ভিত্তিতে এবং ওয়ারেন্ট মূলে ১৯ হাজার ৫৩১ জনকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রমজান ও ঈদকে কেন্দ্র করে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে এই অভিযান আরও জোরদার করা হবে এবং নতুন অভিযানও চালানো হতে পারে।
ঢাকা মহানগরে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মহানগরীর ৫০টি থানা এলাকায় দুই পালায় ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করছে, যার মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টহল দল নিয়োজিত ছিল।
এছাড়া, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপির পাশাপাশি সন্ত্রাস দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে সিটিটিসি, অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ), র্যাব ও এপিবিএনের চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।