স্বর্ণের বাজারে দাম কমলো, নতুন মূল্য নির্ধারণ

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫ |   
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দামের পতনের কারণে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা রোববার থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে এক ভরির দাম ৯৯১ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা।
এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৯৬৭ টাকা কমে ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১ হাজার ৬৪০ টাকা, যা পূর্বের তুলনায় ৭৩৫ টাকা কম।
উল্লেখ্য, স্বর্ণের বাজারে দামের ওঠানামা অব্যাহত রয়েছে। গত ৫ মার্চ এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে, ২৪ ও ২৮ ফেব্রুয়ারি এবং ২ মার্চ টানা তিন দফা স্বর্ণের দাম কমানো হয়।





মন্তব্য লিখুন :