সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে

মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

ঢাকা রিপোর্ট ডেস্ক : | প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫ |   

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (ওএইচসিএইচআর) সম্প্রতি বাংলাদেশের সরকারকে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজ কর্মী এবং মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারসহ এই আহ্বান জানায়।

ওএইচসিএইচআর ১২ ফেব্রুয়ারি '২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন' শীর্ষক একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, বাংলাদেশের কর্তৃপক্ষকে নিরাপত্তা বাহিনীকে বেআইনি নজরদারি বন্ধের নির্দেশ দিতে হবে এবং যেকোনো প্রতিশোধমূলক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

প্রতিবেদনে জাতিসংঘ নিরাপত্তা বাহিনী দ্বারা নাগরিকদের উপর নজরদারি নিয়ে একটি স্বাধীন গণতদন্ত করার প্রস্তাব দিয়েছে এবং এই কার্যক্রমের ফলাফল প্রকাশের আহ্বান জানায়। আরও, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের অস্পষ্ট বিধানগুলো সংশোধন করার সুপারিশ করা হয়েছে, যা নজরদারি কার্যক্রমের জন্য ব্যবহার হচ্ছিল।

ওএইচসিএইচআর সাইবার নিরাপত্তা আইন ২০২৩, অফিসিয়াল গোপনীয়তা আইন, সন্ত্রাস বিরোধী আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সমালোচনামূলক মিডিয়া রিপোর্টিং বা নাগরিক ও রাজনৈতিক ভিন্নমত দমনের জন্য গ্রেফতার ও তদন্তের উপর স্থগিতাদেশ আরোপের প্রস্তাবও করেছে।

এছাড়া, জাতীয় মানবাধিকার কমিশনকে প্যারিস নীতিমালা অনুযায়ী আরও শক্তিশালী করার জন্য সংশোধনের সুপারিশ করা হয়েছে।




মন্তব্য লিখুন :