পল্টনে যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫ |   

ঢাকা: নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের 'মার্চ ফর খিলাফাহ' কর্মসূচি নিয়ে পল্টন ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও লাঠিচার্জের পর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। প্রায় এক ঘণ্টার ব্যবধানে, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এই এলাকায় যান চলাচল পুনরায় শুরু হয়।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে সংগঠনের কর্মীরা মিছিল শুরু করে, তবে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তাতেও থেমে না থেকে তারা আবার মিছিল করার চেষ্টা চালায়, যা পুলিশি বাধার মুখে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সংগঠনের ১০-১৫ জন সদস্য আটক হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশগ্রহণকারীরা খিলাফত প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন। পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করতে গিয়ে উত্তেজনা তৈরি হয় এবং এই সংঘর্ষে পুলিশসহ কয়েকজন সাংবাদিকও আহত হন।


মন্তব্য লিখুন :