রাজধানীতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

রাজধানীর বিমানবন্দর থানার বিমান বাংলাদেশ কার্যালয়ের সামনে থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানার এসআই মো. মিজান বলেন, সকাল পৌনে ৭টার দিকে খবর পাই— এক বৃদ্ধ বিমান বাংলাদেশ অফিসের সামনে পড়ে আছেন। উদ্ধার করে ঢামেকে নেওয়ার পর তিনি মারা যান। তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করবে। ওই বৃদ্ধের লাশ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।