ঈদযাত্রায় সময় মতো ছাড়ছে ট্রেন, যাত্রী কম বাস টার্মিনালে
-67e2b15bd3f13.jpg)
দ্বিতীয়দিনের ঈদযাত্রা শুরু হয়েছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এদিন প্রথম রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। তবে এখনও স্টেশনে বাড়ি ফেরা মানুষদের তেমন ভিড় নেই। ফলে যাত্রীরা নির্বিঘেœ ঢাকা ছাড়ছেন। গতকাল মঙ্গলবার সকালে প্রতিটি প্ল্যাটফর্মেই যাত্রীদের উপস্থিতি ছিল। শুরুর প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। সময় ধরে ট্রেন চলায় যাত্রীদের মধ্যে স্বস্তি ছিল। এদিকে অনলাইনে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। গতকাল মঙ্গলবার পাওয়া যায় ৪ এপ্রিলের ফিরতি টিকিট। গতকাল মঙ্গলবার সারা দিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। প্ল্যাটফর্মে টিকিটবিহীন প্রবেশ বন্ধে কয়েক স্তরের চেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, ফলে যাত্রীদের জন্য স্বস্তিকর পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। যাত্রীরা বিনা ঝামেলায় ট্রেনে উঠতে পারছেন। বরাবরের মতো বাংলাদেশ রেলওয়ে এবারও ঈদযাত্রায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিনা টিকিটে যাত্রী প্রতিরোধে ও স্টেশনে নিরাপত্তা জোরদার করতে দেশব্যাপী বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাব সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত থাকছে। অন্যদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভিন্ন চিত্র। জানা যায়, মহাখালী, গাবতলীসহ অন্যান্য বাস টার্মিনালগুলোতে নেই অতিরিক্ত যাত্রীর চাপ। বেশিরভাগ কাউন্টারই ফাঁকা। অল্প সংখ্যক যাত্রী নিয়ে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই আগেভাগে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফিরে গেছেন। দীর্ঘ ছুটির কারণে যাত্রীরা ধাপে ধাপে ঢাকা ছাড়ছেন, ফলে চাপ কমেছে। পরিবহন সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী দুই-এক দিনের মধ্যে যাত্রীর চাপ বাড়তে পারে।