হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক কয়েকজন

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫ |   

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

আজ শুক্রবার জুমার নামাজের পর কর্মসূচি শুরু হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এর পর বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে নাসিরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। নাসির যাত্রাবাড়ী এলাকা থেকে মিছিলে অংশ নিতে এসেছিলেন বলে জানা গেছে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আটকের বিষয়ে কোনো মন্তব্য করেননি। হিযবুত তাহরীরের কর্মসূচিটি তুরস্কে খিলাফত পতনের ১০১ বছর পূর্তিতে আয়োজন করা হয়েছিল।




মন্তব্য লিখুন :