রাজধানীতে হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল ও সংঘর্ষ

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যরা ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল বের করে। জুমার নামাজ শেষে পল্টন থেকে বিজয়নগরের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে ছত্রভঙ্গ হওয়ার পরও হিজবুত তাহরীরের সদস্যরা পুনরায় সংগঠিত হয়ে মিছিল চালানোর চেষ্টা করলে, পুলিশ আবার টিয়ারশেল ছোড়ে। এ সময় সংগঠনের কর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ করতেও দেখা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে।
এর আগে, শুক্রবার সকালে পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, হিজবুত তাহরীরের সকল কার্যক্রম আইনত নিষিদ্ধ এবং এতে অংশগ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। উল্লেখ্য, হিজবুত তাহরীর বাংলাদেশে ২০০৯ সালে নিষিদ্ধ ঘোষিত হয় এবং সংগঠনটি দীর্ঘদিন ধরে গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
ঢাকা রিপোর্ট/এম.এস-২০২৫/ঢাকা